ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩

শেরপুরে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

এসডি সোহেল রানা
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরের পরিবহন মালিক, চালক, হেলপার ও শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় দিকে শহরের ব্যস্ততম খোয়ারপাড় শাপলা চত্বর পুলিশ বক্সের পাশে ট্রাফিক বিভাগ কর্তৃক আয়োজিত ট্রাফিক আইন বিষয়ক সচেতনতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর।

জনাব মোঃ এসএম আবু ছাঈদ হিরন, টিআই (প্রশাসন), শেরপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; জনাব মোঃ ছানুয়ার হোসেন ছানু, সভাপতি, জেলা বাস-মিনিবাস সমিতি, শেরপুর; জনাব মোঃ আব্দুল হাই, সভাপতি, জেলা ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতি, শেরপুর; জনাব মোঃ হোসেন আলী, সাধারণ সম্পাদক, জেলা ট্রাক, মিনিট্রাক,ড্রামট্রাক, ট্যাংকলড়ি, কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন, শেরপুর; জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সহসম্পাদক, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, শেরপুর। এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগ, বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সচেতন নাগরিকবৃন্দ অন্যান্যরা উপস্থিত ছিলেন।