ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩

মেহেরপুরে নাশকতার মামলায় শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

মাজিদ আল মামুন
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মাজিদ আল মামুন-মেহেরপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা সেক্রেটারী এবং জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাকিল হোসেন সাব্বিরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি), বিকেল সাড়ে ৩ টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাব্বির মেহেরপুর পৌরসভার শেখপাড়া গ্রামের খন্দকার আফসারুল হকের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) শেখ মইনুল ইসলাম জানান, সাব্বিরের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের জানুয়ারি মাসে নাশকতার ঘটনায় মেহেরপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(৩)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামী হচ্ছে শাকিল হোসেন সাব্বির। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।