ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে খাশ জমি দখল নিয়ে সাবেক সার্জেন্ট,আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

মোঃ শরিফুল ইসলাম
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ শরিফুল ইসলাম-ঠাকুরগাঁও রাণীশংকৈল প্রতিনিধি;

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা ভান্ডারা মৌজা পাঁচপীর গোরস্থান রোড সংলঘনে ১২০৩ দাগে জমিত ১৯৮২ সাল থেকে ১৬ শতক জমির উপর বসত বাড়ী বসবাস ঔষধের দোকান স্থাপনা করে ব্যবসা চালিয়ে আসছিলেন ২০২০ সাল পযর্ন্ত এবং ৯২ সাল পযর্ন্ত এ জমির খাজনা সব পরিশোধ দিয়ে আসে ওয়ারেন্ট অফিসার হানিফ সরকার। ২০০৪ সালে রাহবার নামে একটি সংগঠন দ্বার করা হয়। সম্প্রতি রাহবারের কতিপয় সদস্য আমার বাসায় বার বার হামলা চালায়। পরবর্তী তে আমি কয়েকজনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়।
মামলা নাম্বার ৩৪১৮। পরবর্তী তে সার্জেন্ট মোস্তফা রাহবার সংগঠনের সাবেক সস্পাদক ঐ জমিতে রাহবা সংগঠনটি নামে পাঁচ শতক জমিতে সংগঠনটি ঘর স্হাপর করা হয়। এ ফিষয়ে সার্জেন্ট মোস্তফা জানায়, আমি এক শতক জমির উপর একটি দোকান ঘর স্হাপন করে ব্যবসা চালিয়ে আসছি হঠাৎ করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় শামসুদ্দিন, সাজাহান আলী, ও খতিব। আমাকে মারপিট করে গুরুত্বভাবে জখম করেছে আমি চিকিৎসার জন্য রানীশংকৈল স্বাস্হ্য কমপ্লেক্ম ভর্তি হয় পরে উন্নত চিকিৎসা জন্য দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসার জন‍্য স্হানন্তরিত করে।
জানা গেছে ঐ জায়গা নিয়ে হানিফ সরকার আদালতে মামলা করে মোস্তফা সহ পাঁচজন কে বিবাদী করে নিন্মবণিত সরকারী খাস খতিয়ানের পাঁচ শতক জমির উপর রাহবা সংগঠনের ২০০৪ সালে স্হাপিত হয়। ঐ সংগঠনের একটি অফিস ঘর সহ পুর্ব পাশে সংগঠনের দায়িত্বে থাকা নেতারা চার লাখ টাকা জামানত নিয়ে একটি হাডওয়ারের দোকান ভারা দিয়ে আসছে। হাডওয়াক এর দোকানের পুর্ব পাশে সার্জেন্ট মোস্তফা একটি দোকান ঘর যেখানে রাহবা সংগঠনের আবেদন কৃত জমি পরিমান পাঁচ শতক সংগঠনের নেতারা জমি দখল করে রেখেছে দশ শতক এর পরও পাশে সার্জেন্ট মোস্তফা দোকান ঘরটি জবর দখল করার পায়তারা করছে। শামসুদ্দিন সাহজাহান, ও খতিব এই বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে অভিযোগ করেছে। এদিকে রানীশংকৈল রাহবার সংগঠনের সভাপতির শামসুদ্দিন বলেন সাবেক সস্পাদক মোস্তফা কাছে সংগঠনের নামে আবেদনের কপি আছে মারপিটে কথা বলতে গেলে তিনি অস্বীকার করেন। রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম নিজেই ঘটনা স্হলে তদন্ত করছেন। এবং তিনি আপরাধীদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্হা গ্রহন করবেন মর্মে আশ্বস্ত করেন। রানীশংকৈল সহকারী কমিশনার ভুমি ইন্দ্রজীত রায় বলেন ঐ জমি নিয়ে আদালতে একটি মামলা করেছে জমির আগের মালিক হানিফ সরকার। আর এদের দুই পক্ষে কাহরই কাগজ পত্র নাই একজন হচ্ছে রাহবা সাবেক সস্পাদক মোস্তফা আর আপর পক্ষ বর্তমানে রাহবা কমিটির সভাপতি শামসুদ্দিন ও সাজাহান আলী, দুই পক্ষ কে ডেকে কাগজ পত্র দেখবো তাদের কি কি কাগজ আছে। তার পরে ঘটনা স্হলে তদন্ত করে কাগজপত্র না পাইলে এদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্হা গ্রহন নেওয়া হবে।