নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিক্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের পঞ্চবটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ৭ফেব্রুয়ারী(মঙ্গলবার) সকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঝুনাগাছচাপানী ইউনিয়নের ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক অফিসার সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে পঞ্চবটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ সভাপতিত্ব করেন।
সারাদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২৫ টি ইভেন্টে ‘ক’ এবং ‘খ’ দুই গ্রুপে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ঝুনাগাছচাপানী ইউনিয়নের সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহিত চন্দ্র রায় ও উত্তর সোনাখুলী আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমুর রহমান সেলিম।আরো উপস্থিত ছিলেন ভেন্ডাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ডাবলু,দক্ষিণ সোনাখুলী দুদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনজুরুল আলম, উত্তর সোনাখুলী মিলন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন, বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মামুনুর রশীদ, উত্তর সোনাখুলী আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাজ্জাদুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ ছাড়াও শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।