ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এইচ এসসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ১১০ জন শিক্ষার্থী

উজ্জ্বল কুমার সরকার
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৭:২৭ পূর্বাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১১০ শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলার ৭ টি কলেজের ১ হাজার ৯৩ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৯১৩ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৯৫ জন। ৬ টি আলীম মাদ্রাসা থেকে ১৫৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১৩৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।
৪ টি ভোকেশনাল বিএম কলেজের ২১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১৮৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।
উপজেলায় ফলাফলের দিক থেকে নিয়ামতপুর সরকারি কলেজ এগিয়ে। এ কলেজ থেকে ৬০৬ জন অংশ নিয়ে পাস করেছেন ৫৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে জন। পাশের হার ৯১.৭৫।