উপজেলা (পুঠিয়া) প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান (কালু)
গত (২৯-জানুয়ারি ২০২২) পুঠিয়া ভালুকগাছি ইউনিয়ন ও শিলমাড়িয়া ইউনিয়নে ইউপি নির্বাচন হয়। এতে মহিলা সংরক্ষীত আসন ও পুরুষ সহ মোট (২৪) জন মেম্বার,শপথ গ্রহণ করেন দুই ইউপিতে ভালুকগাছি ও শিলমাড়িয়ায়।
ওই নির্বাচনে সকল মেম্বার প্রার্থীদের শপথ গ্রহণ করা হয়,আজ (৮- ফেব্রুয়ারি) সকাল (১০) ঘটিকায় পুঠিয়া উপজেলা নির্বাহি, অডিটোরিয়ামে। এই সময় শপথ গ্রহণ করান,পুঠিয়া উপজেলা নির্বাহি অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস।