ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩

নড়াইলে অবৈধ ভাবে বালু কেটে ফসলী জমি ভরাটের অভিযোগ

মোঃ আজিজুর বিশ্বাস
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রামের মোঃ সালাম শেখ ও তার ভাই রজব শেখ তাদের বাড়ির পাশের পুকুর থেকে অবৈধ ড্রেজার দিয়েন ভূগর্ভ থেকে বাল উত্তোলন করে ফসলী জমিতে বালু ভরাটের অভিযোগ উঠেছে। বুধবার ৮ ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়, এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন সালাম মাস্টার, ও তার ভাই রজব শেখ মিলে তাদের নিচু জমি ভরাট করে বিক্রির জন্য সেখানে সাইনবোর্ডও জানিয়ে দিয়েছেন এবং দীর্ঘ এক কিলোমিটার রাস্তায় পাইপ টেনে নিয়ে ওই ফসলি জমি ভরাট করছে।

যা আইনের পরিপন্থী। বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০(২০১০ সনের ৬২)নং আইন। এই আইনের ৪ এর (খ) এ পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সেতু, কালভার, ড্রাম,ব্যারেজ,সড়ক,এবং আবাসিক এলাকা হইতে সর্বনিম্ন ১কিলোমিটার নির্ধারিত সীমানার মধ্যে ভূগর্ভ থেকে বালু উত্তোলন করা যাবে না, আইনের (ঘ) এ উল্লেখ আছে বিদ্যুৎ লাইন এর কোনো ক্ষতির সম্ভাবনা থাকিলে সে ক্ষেত্রে ভূগর্ভ থেকে বালু উত্তোলন করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী সুস্পর্শ নির্দেশনা দিয়েছেন কোন কৃষি জমি ভরাট করা যাবে না সেখানেও তারা এই আদেশ কে অমান্য করছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা সরকারের আইনকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রীর আদেশ কে অমান্য করে তারা এহনও কাজ করছে। এবিষয়ে ট্রেজার মালিক গোপালগঞ্জের সাখায়েত এর সাথে কথা হলে সে জানাই টাকার বিনিময়ে তারা এই অবৈধ কাজ করছেন। এ ঘটনায় সালাম শেখ,এবং রজব শেখ এর সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায় নাই, এবিষয়ে লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি প্রদীপ্ত রায় দীপন এর সাথে কথা হলে তিনি সরেজমিনে গিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।