ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩

জাল এনআইডি তৈরি মামলার মূল আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

Siam Hossen
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

স্টাফ রিপোর্টার যশোর:

যশোরে জাল এনআইডি তৈরি মামলার মূল আসামী ইয়াছিন আরাফাত সুমন (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কোতয়ালী মডেল থানার এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন ঝিকরগাছা উপজেলার কাজী আবু সিদ্দিকের ছেলে।

র‌্যাব জানায়, যশোর জেলার চৌগাছা উপজেলা নির্বাচন অফিসের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর ইয়াছিন আরাফাত সুমন কর্মরত ছিলেন বিভিন্ন সময়ে অবৈধভাবে অসৎ উদ্দেশ্যে জাল এনআইডি তৈরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। আসামী অবৈধ লাভের আশায় মোহাম্মদ হযরত আলী নামের এক ব্যক্তিকে এনআইডি ডাটাবেইজে অন্তর্ভূক্তির উদ্দেশ্যে ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে। পরবর্তীতে অঋওঝ ম্যাচিং এর সময় মোহাম্মদ হযরত আলীর ফিঙ্গার প্রিন্টের সাথে ফাতেমা আক্তার টুম্পা নামের এক মহিলার ডুপ্লিকেটিং ম্যাচিং হয়। এ বিষয়ে তদন্তে জানা যায় সাবেক ডাটা এন্ট্রি অপারেটর আসামী ইয়াছিন আরাফাত সুমন এর আইডি থেকে উক্ত ব্যক্তির ভোটার রেজিষ্ট্রেশন করা হয়েছে। ইয়াছিন আরাফাত সুমনের অপরাধ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকুরী হতে বরখাস্ত পূর্বক চৌগাছা উপজেলা নির্বাচন অফিসার বাদী হয়ে তার বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পরে আসামী আত্নগোপন করে। মামলা হওয়ার পর থেকেই র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে সুমনকে আটক করা হয়েছে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।