ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩

সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা।

মোঃ আজিজুর বিশ্বাস
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!
                       

স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তায় সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

১০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিষ্টেট লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী , নড়াইল সড়ক ও জনপথের সাবডিভিশনাল ইন্জিনিয়ার মোঃ তোফায়েল আলম,লোহাগড়া থানা পুলিশ ও আনসার বাহিনী এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।
সওজ এর ইন্জিনিয়ার তোফায়েল আলম বলেন এই রাস্তাটি ঢাকা বেনাপোল মহাসড়ক। লক্ষীপাশা চৌরাস্তায় ও খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় সর্বদা জানজট লেগে থাকে। তাছাড়া কয়েকজন ব্যাবসায়ী রাস্তার দুপাশ দখল করে ব্যাবসা পরিচালনা করে আসছিল। সেক্ষেত্রে যানচলাচল ঝুকিপূর্ণ ও সাধারণ মানুষ চলাচলে সমস্যা হচ্ছে এমন কি যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটনা ঘটতে পারে। আমরা জনদূরর্ভোগ এড়াতে ও যানচলাচলের সুবিধা জন্য এ অভিযান পরিচালনা করেছি।
এই অভিযানে লোহাগড়া উপজেলার ইউ এন ও, নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি), লোহাগড়া থানা পুলিশ ও আনসার বাহিনী সদস্যগন আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। কোন প্রকার বাধা ছাড়াই আমাদের অভিযান পরিচালনা করে শেষ করেছি।

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০