ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩

যশোরের মণিরামপুরে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মামুন উর-রশিদ
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!
                       

স্টাফ রিপোর্টার যশোর:

যশোরের মণিরামপুরে মাইক্রোবাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হোসাইন (২৮) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের সুন্দলপুর দীপ্র ভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার বিজয়রামপুর গ্রামের জমসেদ কবিরাজের ছেলে। হুসাইনের এক ছেলে, এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মণিরামপুর বাজার থেকে তাঁর ভ্যানযোগে সুন্দলপুর বাজারে কাঁচা মালামাল দিয়ে বাড়ি ফেরার পথে দিপ্র ব্রিক্সেসের সামনে আসলে যশোর দিক থেকে ছেড়ে যাওয়া দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং লাশ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।