ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩

শ্রীবরদীতে প্রয়াত বীর প্রতীকবার জহুরুল হক মুন্সির কুলখানি অনুষ্ঠিত

ফজলুল করিম লাকি,
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!
                       

স্টাফ রিপোর্টার,

১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধের অন্যতম গেরিলা যুদ্ধা বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব , সমাজ সেবক শ্রীবরদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বীর-প্রতিকবার মরহুম জহুরুল হক মুন্সির কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
৯ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর খামারিয়া পাড়া মহল্লার নিজ বাড়িতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ দোয়া মাহফিল, কবর জিয়ারত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
মরহুমের শোকাহত পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
এ সময় শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মো ইফতেখার ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন সালেম, থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা, শহর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম বধু , শেরপুর ডিবি পুলিশের টিম ১ ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম , প্রয়াত জহরুল হক মুন্সীর ছেলে প্রকৌশলী মনির, মনজুরুল হক মঞ্জু , ইঞ্জিনিয়ার মিজু সহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী সহ ৩ হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৫ ই ফেব্রুয়ারি রাতে বীর প্রতিকবার জহরুল হক মুন্সী ইন্তেকাল করেন।