ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩

খুলনার দাকোপের লাউডোব-বানিশন্তায় শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ

স্বপন কুমার রায়
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

খুলনা জেলাপ্রতিনিধি
বিএনপি -জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র নৈরজ্য ও অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয়কমিটির নির্দেশনায় আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।আজ ১১ ফেব্রুয়ারী শনিবার বিকাল পাঁচটারদিকে দাকোপের লাউডোব-বানিশন্তা ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ প্রতিবাদ ও শান্তিপুর্ণ মিছিলটি এলাকার বিশেষ বিশেষ সড়ক পরিদর্শন শেষে ফেরিঘাট এলাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃিতা করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য, আইন ও বিচার বিভাগীয় সংসদীয় কমিটির স্হায়ী সদস্য এ্যাডভোকেট গ্লোরিয় সরকার এমপি।এসময় তিনি বলেন একটা ওয়ান-ইলেভেন হয়েছে আরেকটা ওয়ান ইলেভেনের পুনরবৃত্তি করে বেনিফিশিয়ারি (সুবিধাভোগী) হবে এইলক্ষ তারা অশুভ খেলায় মেতে উঠেছে। আগামীনির্বাচনে বিএনপি জয়ের সম্ভবনা নেই জেনে দলটি অস্হিতিশীল পরিসাহিতি সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেন গ্লোরিয়া সরকার এমপি। তিনিবলেন বিএনপি পি দেশকে অস্হিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে।বিএনপি ‘ভয়ংকর’ অপশক্তি। তাদের মাঠ ছেড়ে দিলে আবার আগুন–সন্ত্রাস শুরু করবে। তারা (বিএনপি) মনে করতে পারে রাজপথের শক্তিতে আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। এ জন্যই পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে আছে আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, শেখ আব্দুল কাদের, জয়ন্তী রাণী সরদার, শেখ যুবরাজ, সুদেব কুমার রায়, রবার্ট হালদার, নিহার মন্ডল, পরিমল কান্তি রপ্তান, সঞ্জীব কুমার মন্ডল, দেবাশীষ রায়, আব্দুল্লাহ আল মাসুম, মেহেদী হাসান বুলবুল, গৌতম সরকার কাঁকন, রতন কুমার মন্ডল, মানিক বাড়ৈ, মিঠুন ঢালী, জাহিদুর রহমান মিল্টন, পাবক রায়, রাসেল কাজী প্রমূখ।
এ সময় ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সকল অংগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, শেখ আব্দুকাদের, জয়ন্তী রাণী সরদার, শেখ যুবরাজ, সুদেব কুমার রায়, রবার্ট হালদার, নিহার মন্ডল, পরিমল কান্তি রপ্তান, সঞ্জীব কুমার মন্ডল, দেবাশীষ রায়, আব্দুল্লাহ আল মাসুম, মেহেদী হাসান বুলবুল, গৌতম সরকার কাঁকন, রতন কুমার মন্ডল, মানিক বাড়ৈ, মিঠুন ঢালী, জাহিদুর রহমান মিল্টন, পাবক রায়, রাসেল কাজী প্রমূখ। এ সময় ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সকল অংগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।