ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩

বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন’র নব-নির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Siam Hossen
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!
                       

বগুড়া বিশেষ প্রতিনিধিঃ-
উদ্যোক্তা তৈরী,সামাজিক ও মানবিক কাজের স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন (বিবিজিএফ) এর ২০২৩ সেশনের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অদ্য (১১ই ফেব্রুয়ারি’২০২৩ ইং) (শনিবার) শহরের স্বনামধন্য ভূত দ্য রেস্টুরেন্ট লিঃ, বগুড়ায় বেলা ৩ ঘটিকায় সাদা ড্রেসকোডে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নব-নির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। শপথ বাক্য পাঠ করান বিবিজিএফ এর প্রধান উপদেষ্টা ও বামমা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু।

এর আগে বেলা ২ঃ০০ ঘটিকায় বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন (বিবিজিএফ) প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলীর সঞ্চালনায় বিবিজিএফ এর অভিষেক অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেদুর রহমান রাজু, প্রধান উপদেষ্টা, বিবিজিএফ, এমডি (রূপকথা হেমস্) ও সাধারণ সম্পাদক, বামমা, বগুড়া।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে উদ্যোক্তা উন্নয়নে বিবিজিএফ এর বিভিন্ন কার্যক্রম বিষয়ে কথা বলেন, তিনি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় করণীয় বিভিন্ন পদক্ষেপ ও কৌশল বিষয়ে আলোচনা করেন, সেইসাথে উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাংকিং সেবা গ্রহণ, লাইসেন্স প্রাপ্তী বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বায়েজিদ শেখ, উপদেষ্টা বিবিজিএফ ও স্বত্বাধিকারী খাজা কনফেকশনারি, বগুড়া। জুলফিকার আনাম তুষার, উপদেষ্টা বিবিজিএফ ও সাধারণ সম্পাদক, বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতি, বগুড়া। ইঞ্জিনিয়ার মোঃ মিলন মিয়া, উপদেষ্টা বিবিজিএফ ও ডিস্ট্রিবিউটর, টেলিটক বাংলাদেশ লিঃ, বগুড়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলী শাহনেওয়াজ বিদ্যুৎ, সিনিয়র সহ সভাপতি, বিবিজিএফ। জিহাদুল ইসলাম, সহ সভাপতি, বিবিজিএফ। রেশমি তহমিনা, যুগ্ম সম্পাদক, বিবিজিএফ। শারমিন সুমনা, সহ-সাধারন সম্পাদক। জাহিদ হোসেন, সাংগাঠনিক সম্পাদক। সেলিনা মাহবুব, কোষাধ্যক্ষ সেলিনা আক্তার চম্পা আইন বিষয়ক সম্পাদক চাঁদনী লিজা, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, সুবর্ণা সিদ্দিকী হৃদি, স্বর্নালিকা শারমিন, সামরোজ নওশীন প্রমুখ। অনুষ্ঠানে বিবিজিএফ কেন্দ্রীয় কমিটির ৫৯ জন সদস্য শপথ গ্রহণ করেন।