
মাজিদ আল মামুন-মেহেরপুর প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১২ ফেব্রুয়ারি ), সকাল সাড়ে ১০ টার দিকে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়াম, ঢাকা তে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলে, পাবনা-২ আসন এর সংসদ সদস্য, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি। জাতীয় সাংবাদিক সংস্থা’র চেয়ারম্যান লায়ন নূর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন উর রশিদ (সিআইপি) এবং দৈনিক সকাল এর সময় এর প্রকাশক ও সম্পাদক নুর হাকিম। জাতীয় সাংবাদিক সংস্থা’র সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক খন্দকার মাসুদুর রহমান দিপু’র সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ এর সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা আলহাজ্ব খলিলুর রহমান খলিল, জাতীয় সাংবাদিক সংস্থা’র মহা সচিব ফারুক হোসেন, কার্যকরী সভাপতি আবুল বাশার মজুমদার, অর্থ বিষয়ক সম্পাদক ও মেহেরপুর জেলা কমিটির সভাপতি লায়ন হেলাল উদ্দিন হিলু সহ সারাদেশের বিভাগীয়, জেলা ও উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ।