ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২

মনোনয়নপত্র জমা দিতে এসে পুঠিয়াতে আনন্দ মিছিল

মোঃ মিজানুর রহমান (কালু)
ডিসেম্বর ১, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু)

আজ(১-ডিসেম্বর) পুঠিয়ায় নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিতে আসেন, আওয়ামী লীগের দুই প্রার্থী, ভালুকগাছি ইউনিয়ন নৌকার মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান (৬০) ও পুঠিয়ার শিলমারীয়া ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল।

আগামী (১০- ডিসেম্বর) যাচাই বাছাই শেষ (২৯- শে ডিসেম্বর) ভোটগ্রহণ। এই সময় উপস্থিত ছিলেন,পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু (৪৫) আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র রবিউল ইসলাম,রবি (৫০) পুঠিয়া, ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ(৫৫) ও পুঠিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক (৫৫) পুঠিয়া,ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে নেতা ও কর্মীদের নিয়ে এক আনন্দ মিছিল বের করেন, পুঠিয়া বিভিন্ন রাস্তায় মিছিলটি পরিদর্শন করেন।