ঢাকামঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩

মেহেরপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মাজিদ আল মামুন
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

   
                       

মাজিদ আল মামুন-নিজস্ব প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন করা ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে মেহেরপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি), দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপাতা ইউনিয়নের আর আর মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী। মেহেরপুর জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মহলের মহিলারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। সমাবেশে বক্তারা উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে জনগণের মাঝে বিশদ আলোচনা করেন।