
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি-২০২৩ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মুশফিকুর রাহমান খান ও সাধারণ সম্পাদক(জিএস) পদে ওয়াকিল আহমেদ জয়লাভ করেছে।
বুধবার (১৫ই ফেব্রুয়ারী) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নং ক্লাসরুমে সকাল নয়টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচন শেষ হয় দুপুর বারো টায় এবং নির্বাচনের ফলাফল বিকাল চারটায় প্রকাশ করা করা হয়।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে রোকন সরকার, কোষাধ্যক্ষ পদে মো: দিল্লুর রাহমান এবং কার্যনির্বাহী পদে ঐশী বিনতে মোরশেদ, রাজীব আহমেদ, মো. তরিকুল ইসলাম, সজীব আহম্মেদ রিমন ও মো. আতিকুর রাহমান শিপন নির্বাচিত হয়েছে। নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার মুতাসিম বিল্লাহ বলেন, আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং গত বছর থেকে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংগঠনটি পরিচালনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আমাকে এবার প্রধান নির্বাচন কমিশনার করে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আমরা সফল ভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এখানে শিক্ষার্থীরা প্রফুল্লতার মধ্যে দিয়েই তাদের প্রতিনিধিদের বাছাই করে নিয়েছে। কোনো প্রকার অপ্রতিকার ঘটনা ঘটেনি, সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মুশফিকুর রাহমান খান বলেন, বিগত বছর গুলোতে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম। এখন সাংগঠনিক ভাবে প্রতিনিধি হয়ে আরও বেশী কাজ করার সুযোগ তৈরী হয়েছে। সেই জায়গা থেকে আমি আমার সার্বিক প্রচেষ্টা থাকবে সহশিক্ষা কার্যক্রমকে ত্বরান্বিত করার।
এ বিষয়ে বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধি তৈরি করার লক্ষ্য গত বছর সোসাইটি গঠন করা হয়। সেই লক্ষ্য এবার দ্বিতীয় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি দেখেছি যে গুছানো, পরিচ্ছন্নভাবে নির্বাচন হয়েছে। প্রায় প্রতিটি পদেই একের অধিক প্রার্থী ছিল, বেশ প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করএছি। সর্বোপরি, শান্তিপূর্ণভাবে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা নতুন ছাত্র প্রতিনিধিদের পেয়েছি। তাদের সকলকে সাধুবাদ জানাই।