ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩

পুঠিয়া গন্ডগোহালী পশ্চিম পাড়ায় মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

মোঃ মিজানুর রহমান (কালু)
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!
                       

উপজেলা (পুঠিয়া) প্রতিনিধি:মোঃ মিজানুর রহমান (কালু)

রাজশাহী পুঠিয়ায় গন্ডগোহালী গ্রামে পশ্চিমপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন,পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। আজ বুধবার (১৫ – ফেব্রুয়ারি) সকাল (১০-টার) দিকে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ শুভ উদ্বোধন করেন।

শুভ উদ্বোধনের আগে (২- লক্ষ) টাকা দেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে,উদ্বোধন শেষে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। উপজেলা চেয়ারম্যান বলেন,আমার নিজ এলাকার মসজিদ আমি যতদূর পারি আর্থিকভাবে সহযোগিতা করবো,আমার উপজেলায় জতো ধর্মীয় অনুষ্ঠান,থেকে শুরু করে আমি সবসময় আর্থিক ভাবে সহযোগিতা করে থাকি,আরো বলেন,আমি ধর্মীয় অনুষ্ঠান গুলো ও ধর্মীয় কাজগুলো সব সময় প্রাধান্য দিয়ে থাকি। এসময় উপস্থিত ছিলেন,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ মসজিদ কমিটির সকল সদস্যগন।