ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩

রাজশাহীর দূর্গাপুরে বীর নিবাস প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি

নাহিদ
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!
                       

নাহিদ রাজশাহীঃ
রাজশাহীর দূর্গাপুর উপজেলা পরিষদের হল রুমে আজ ১৫/০২/২০২৩ ইং তারিখে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বীর নিবাস প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মনসুর রহমান সংসদ সদস্য (দূর্গাপুর পুঠিয়া) রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চেয়ারম্যান দূর্গাপুর উপজেলা পরিষদ, মোতালেব মোল্লা ভাইস চেয়ারম্যান দূর্গাপুর উপজেলা পরিষদ, বানেছা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দূর্গাপুর রাজশাহী। উপজেলা প্রশাসনের আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক, অধ্যক্ষ আঃ রব দূর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ। দূর্গাপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকরা।