ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩

দুপচাঁচিয়ায় অনুষ্ঠিত হলো উদয়ন স্টার মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩

দৈনিক প্রথম বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!
                       

১৮-০২-২০২৩ ইং রোজ শনিবার দুপচাঁচিয়া উপজেলার গার্ডেন ভিউ কমিউনিটি সেন্টার এ উদয়ন একাডেমীর আয়োজন এ উদয়ন স্টার মেধা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক জনাব এম আমিরুল ইসলাম এল এল বি।
অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুর রহমান সভাপতি দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন জনাব তাইফুল ইসলাম পরিচালক বায়োলজি প্রাইভেট প্রোগ্রাম বগুড়া। বিশেষ অতিথি হিসেব এ উপস্থিত ছিলেন জনাব এমদাদুল হক সাধারণ সম্পাদক দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ, এস আই মোঃ শাহজাহান আলী সেকেন্ড অফিসার দুপচাঁচিয়া থানা, জনাব এনামুল হক টি রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক দুপচাচিয়া উপজেলা আওয়ামী লীগ, জনাব গোলাম ফারুক সভাপতি দুপচাঁচিয়া প্রেস ক্লাব, জনাব আবু আব্দুল্লাহ আল প্রিন্স সভাপতি উপজেলা প্রেস ক্লাব দুপচাঁচিয়া, জনাব হাম্মাদ আলী প্রভাষক বাংলা, মাওলানা রুহুল্লাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদিজা খাতুন আলিম মাদ্রাসা, জনাব রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফাপুর এ ইউ সি এম স্কুল এন্ড কলেজ, জনাব শাহিদুল ইসলাম সহঃ শিক্ষক, মাওলানা মোঃ ইউনুছ আলী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আরো উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব জনাব মেহেরুল ইসলাম চেয়ারম্যান তালোড়া ইউপি, জনাব ফেরদৌস রহমান উপজেলা আওয়ামী লীগ নেতা, প্রভাষক আব্দুল্লাহিজ জাকি, আবুল কালাম আজাদ, গোলাম মুক্তাদির সবুজ, ফিরোজ হোসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহমান পরিচালক রেটিনা কোচিং সেন্টার বগুড়া। আব্দুল্লাহ আল আরিফ ব্যবস্থাপক বায়োলজি প্রাইভেট প্রোগ্রাম বগুড়া।
অনুষ্ঠান এর বক্তারা বলেন বর্তমান দুপচাঁচিয়া উপজেলা সকল দিক থেকে দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে পাশাপাশি শিক্ষকরা এক ধাপ এগিয়ে নিয়ে যেতে উদয়ন একাডেমীর এই প্রয়াস কে সাধুবাদ জানিয়ে তারা বলেন আমরা সব সময় সোনার বাংলা গড়তে এমন শিক্ষামুলক আয়োজন এ অংশ গ্রহন করতে চাই। অনুষ্ঠান এ পার্শ্ববর্তী ৫ টি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান এর প্রায় ১২০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে মেধা তালিকায় মেধা স্থান দখল করে নিয়েছেন মাত্র ৮৫ জন। এই মেধা স্থান অর্জন কারীদের হাতে উদয়ন একাডেমীর পরিচালক ছয়টি ট্যাব, ছয়টি ব্যাগ, সাইন্টিফিক ক্যালকুলেটর সহ ৮৫ টি ক্রেস্ট পুরস্কার হিসেবে তুলে দেন ছাত্রীদের হাতে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব শাহিন পারভেজ ও সাইদ হাসান শেকুল।