ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩

নওগাঁয় ২০শে ফেব্রুয়ারী সারে তিন লাখ শিশু পাচ্ছেন ভিটামিন-এ ক্যাপসুল

উজ্জ্বল কুমার সরকার
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ প্রতিনিধিঃ

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে নওগাঁর সারে তিন লাখ শিশু পাচ্ছেন ভিটামিন-এ ক্যাপসুল। এবিষয়ে সংবাদকর্মীদের সাথে বৃহস্পতিবার বিকালে নওগাঁ জেলা সিভিল সার্জন সভাকক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আলী আকন্দ, মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম ও মেডিকেল অফিসার ডাঃ আশিষ কুমার সরকার। তিনি জানান, আগামী ২০ ফেব্রুয়ারি ক্যাম্পেইন হবে। যেখানে ৬-৫৯ মাস বয়সী এবং ৬-১৪ বছর বয়সী সারে তিন লাখ শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে। তবে কোন অসুস্থ শিশু বিশেষ করে সর্দি, জ্বর ও ডায়রিয়া হলে তাদের কে খাওয়ানো যাবে না। পরবর্তীতে সেসব শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে বলেও জানান তিনি। এসময় জেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।