ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩

লালপুরে ভাইয়ের গাছে চুরি করতে গিয়ে ভাইয়ের মৃত্যু

মোঃ শরিফুল ইসলাম,
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃ শরিফুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে আপন ভাইয়ের সুপারি গাছে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গাছ থেকে পড়ে বাবুল আক্তার (৪৫) নামের আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি-২৩ ) রাতে ১০.৩০ মিনিটের দিকে উপজেলা দুয়ারিয়া ইউনিয়নে কুঁজিপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। সে কুঁজিপুকুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, বাবুল আক্তার রাতে অন্ধকারে আপন ভাই আব্দুস সামাদ এর সুপারি গাছে সুপারি পাড়তে গিয়ে পিসলাই পড়ে যাওয়ার সময় পাশের আমের গাছের ডালের সঙ্গে লেগে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনয়ারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।