ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩

নওগাঁয় ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করার সময় ২ জন গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করার সময় ২ জনকে আটক করেছে থানা পুলিশ। সন্ধ্যায় ডিবি পরিচয় দেওয়া ২ ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের সাথে থাকা অপরজন পালিয়ে যায়। আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার বামন সাতা গ্রামের মনজের আলীর ছেলে আনসার সদস্য কামরুজামান (৪০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দরগা পাড়া গ্রামের শুকুর আলীর ছেলে এটিএস আই হিসাবে নওগাঁ পুলিশ লাইনে কর্মরত মনির উদ্দীন(৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বালুভরা ইউপির কুশারমুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে আজমত আলীর বাড়িতে ৩ জন লোক যায়। সেখানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়ির আসবাবপত্র ওলোটপালোট করে এবং হাজমত মাদক ব্যবসা করে বলে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকার দাবি করে। এসময় আজমতের মা হাজেরা বেগম চিৎকার দিলে আশে পাশের লোকজন ছুটে গেলে তাদের একজন পালিয়ে যায়। অপর দুইজনকে পুলিশ আটক করে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, আটককৃতদের কাছ থেকে পালসার একটি মোটরসাইকেল ( নওগাঁ-ল ১২-৮৬৪৯), নগদ ৫হাজার টাকা, এক সেট হ্যান্ডকাপ ও পুলিশ ব্যাবহৃত ওয়ারলেস উদ্ধার করা হয়েছে এবং ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃত ২ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।