ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩

নড়াইলের ইতনা চৌরাস্তা বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ

মোঃ আজিজুর বিশ্বাস
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

এ ঘটনা জানাজানি তে স্থানীয়দের মধ্যে চলতে কানাঘুষা। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা চৌরাস্তা বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ইতনা চৌরাস্তা বাজারে ইতনা গ্রামের মিজান এর অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সরজমিন ঘুরে দেখা যায় ইতনা গ্রামের কসাই ওমর কে মাংস বিক্রি করতে, মাংসের বিষয়ে তার সাথে কথা হলে তিনি বলেন আমি গরুটি গ্রাম্য পশু চিকিৎসক মিজান এর নিকট থেকে কিনেছি,

কিন্তু কসাই ওমর গরু অসুস্থতার কথা তিনি এড়িয়ে যাই। এর পরে পশু চিকিৎসক মিজান এর সাথে কথা হলে তিনি সত্য ঘটনা জানিয়ে দেন এবং বলেন ওই গরুটি ৩/৪ দিন আগে কসাই ওমরের কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকায় কিনেছিলেন,গরুটি কেনার পর থেকে কিছু না খাওয়া দাওয়ার কারণে গতরাতে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে তখন ওমরদের খবর দিয়ে গরুটি তারা জবাই দিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছু কয়েকজন জানান এই গরুটি গাভী গরু কয়েকদিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছে ও কয়েকজনের কাছে বেচা কেনা হচ্ছে এবং পশু ডাক্তার দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে, এই অসুস্থ গরু কিভাবে তারা জবাই দিয়ে মাইকিং করে বিক্রি করছে।

এ সময় স্থানীয় কয়েকজন মুরব্বিদের সঙ্গে কথা বললে তারা গরুটি অসুস্থ সেই কথা স্বীকার করেন। এবং আরো কয়েকজন জানান কিছুদিন আগে ওমর একটি মরা গরু জবাই করে মাংস বিক্রি করেছিল। এবিষয়ে ইতনা চৌরাস্তা বাজার কমিটির সভাপতি ডেকোরেটর রেজাউল এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এর আগেও ওমর এই ধরনের ঘটনা ঘটিয়েছে শুনেছি এবার আমরা বাজার কমিটি বসে এর একটি কঠিন পদক্ষেপ নিব। এরকমটি ঘটনা যাতে না ঘটাই এমনটাই প্রত্যাশী স্থানীয় লোকজনের। এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।