
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ
১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার লক্ষ্যে আন্দোলনরত শহিদদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শনের জন্য সারাদেশের ন্যায় বগুড়া জেলাধীন ঐতিহ্যবাহী শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মহাবিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। সকালে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরি শেষে মহাবিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে মহাবিদ্যালয়ের পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে শহীদদের স্মরণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক জিল্লাল হোসেন, সোহানুর রহমান, জয়নুল আবেদীন, জামিদুল ইসলাম, আনিছার রহমান, সীমান্ত কুমার মোহন্ত, শাহীনুর রহমান, আবু হাসনাত মোঃ কামরুজ্জামান, এমদাদুল হক, গোলাম রব্বানী, মোস্তফা মনোয়ার সেলিম, শরীরচর্চা শিক্ষক ওয়াজেদ আলী, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, শিক্ষার্থীদের মধ্যে আম্বিয়া খাতুন, ইয়াছিন আলী। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। পরে কলেজের ‘শেখ রাসেল দেয়ালিকা’ তে শিক্ষার্থীদের স্ব-রচিত গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা, শপথ ও ছবি প্রকাশ করা হয়।