ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া শাজাহানপুর উপজেলা জামায়াতের আলোচনা সভা।

আব্দুল কাইয়ুম
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!
                       

(বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া জেলা পূর্ব , শাজাহানপুর থানার উদ্যোগে মঙ্গলবার সকাল ৭টায় মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচানা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শাজাহানপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল লতিফ। তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহীদরা যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা নজির বিহীন। ভাষা সৈনিক এবং ভাষা শহীদদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুুষ স্বাধীনভাবে মাতৃভাষায় তার স্বাধীন মতামত প্রকাশ করবে। কিন্তু মানুষ আজ স্বাধীনভাবে এবং হকভাবে মত প্রকাশ করতে পারছে না। স্বাধীনভাবে মত প্রকাশ করতে চাইলে জেল-জুলুম, অত্যাচার- অবিচার নেমে আসে। তিনি ভাষা শহীদদের আত্মার সর্বোচ্চ দোয়া ও মাগফিরাত কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,এছারাও শতাধিক লোক উপস্থিত ছিলেন