
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২১ ফেব্রুয়ারী মধ্যরাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না এসএসসি শিক্ষার্থী আতিকুল ইসলাম (১৯)’র। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
আতিকুল ইসলাম রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশুরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে কর্ডোভা হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ও এশিয়ান টিভির সাংবাদিক রিপন মিয়ার ভাগনে।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার (২০২৩ইং ) এর রাত্রিতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে ইছাখালী গাজী সেতুর পশ্চিম প্রান্তে রাত ১ টার দিকে মোটর সাইকেল দূর্ঘটনার শিকার হয় সে। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নিলে আজ সকালে আতিক মারা যায়।
এ সময় অপর আরোহী আতিকের বন্ধু গোয়াল পাড়ার আব্দুল ওহাদের ছেলে সাব্বির (১৮) গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের মামা রিপন মিয়া জানান, আতিক ফুল দিতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার শিকার হয়।