ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩

খানসামায় শীর্ষক আলোচনা সভা,ইমাম সম্মেলন,রজতজয়ন্তী উদযাপন ও শীতবস্ত্র বিতরণ

উজ্জ্বল রায়,
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!
   
                       

খানসামা প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলায় শীর্ষক আলোচনা সভা,ইমাম
সম্মেলন,রজতজয়ন্তী উদযাপন ও শীতবস্ত্র বিতরণ।

সোমবার সকালে খানসামা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাস-জঙ্গীবাদ দমন,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ,সামাজিক সমস্যা নিরোধ শীর্ষক আলোচনা সভা ও ইমাম সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত। দুপুরে উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের আয়োজনে অত্র কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসব উদযাপনের ব্যান্ড পাটির বাজনা বাজিয়ে র‌্যালি শেষে বেলুন ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন শেষে আলোচনা সভা,স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন ও ৪নং খামারপাড়া ইউনিয়নের বয়স্ক,বিশেষ চাহিদা সম্পন্ন ও দুস্থ ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও রাশিদা আক্তার,এসিল্যান্ড মারুফ হাসান,বীরগঞ্জ সার্কেল অফিসার খোদাদাদ হোসেন,খানসামা থানা ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,খানসামা ইসলামিক ফাউন্ডেশনের ফিল সুপার ভাইজার তোফায়েল হোসেন,৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ সহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ,ইমাম বৃন্দ,শিক্ষার্থীবৃন্দ ও উপকার ভোগী গণ।