
মশিয়ার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকায় পৌরসভার ৭নং ওয়ার্ড চেড়েঙ্গা ডাকুর ডাঙ্গা পুরাতন জামে মসজিদের দুইতলা বিশিষ্ট ভিত্তি প্রস্তর স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চেড়েঙ্গা ডাকুর ডাঙ্গা পুরাতন জামে মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি আফজাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার জুম্মায়ার নামাজ শেষে অত্র জামায়াতের মুসল্লীদের উপস্থিতিতে দুইতলা বিশিষ্ট সমজিদ নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ কবীর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, স্থানীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মাদ সোহেল এমপি’র প্রতিনিধি পৌর জাতীয় পার্টির সভাপতি আনিচুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, ২নং ওয়ার্ড কাউন্সিল আবুল বাসার মিন্টু,৩নং ওয়ার্ড কাউন্সিল রুহুল আমিন, ৯নং ওয়ার্ড কাউন্সিল আব্দুল মান্নান পৌরসভার সংরক্ষিত সদস্য হাফিজুল ইসলাম ও ৭নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিল জিয়ারুল ইসলাম ঝ্যাল্লাহ্ সহ স্থানীয় সূধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তর স্থাপন কালে মসজিদটির সার্বিক উন্নয়ন কল্পে সকলের সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়ে পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, পৌরসভার ফান্ট থেকে এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু সম্ভব চমি সহায়তা করবো ইনশ্বা আল্লাহ্। এমপি’র প্রতিনিধি পৌর জাতীয় পার্টির সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স বলেন, ইতিমধ্যেই এমপি মহোদয় এ সমজিদে আর্থিক অনুদান দিয়েছেন। অত্র মসজিদ দুইতলা বিশিষ্ট ভিত্তি প্রস্তর স্থাপন নির্মান কাজে আপাতত এমপি দুই লক্ষ টাকা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং পর্যাক্রমে আরো আর্থিক সহায়তা করার কথা জানিয়েছেন। থানা অফিসার ইনচার্জ ওসি ফিরোজ কবীর অত্র মসজিদ নির্মান কাজে সহায়তা করার আশ্বস্ত করেছেন। মসজিদ কমিটির সরদার আইনুল ইসলাম বলেন, দীর্ঘদিনের এ মসজিদটি ছিল অবহেলিত। ভাঙ্গা টিনসেট বারান্দায় সালাত করতে হয়। মুসুল্লিদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় চট বিছিয়ে নামাজ পরতে হয়েছে। এমন নানান সমস্যা ও প্রতিকুলতার মধ্যদিয়ে শুভসূচনা ঘটলো দুইতলা বিশিষ্ট ভিত্তি প্রস্তর স্থাপন করার মাধ্যমে। তিনি জানান এ মসজিদটির এমন উন্নয়ন যেন এ জামায়াতবাসীকে আশার সঞ্চার জাগিয়েছে।