ঢাকাশুক্রবার , ২ ডিসেম্বর ২০২২

শেরপুরে সরকারি চাল উদ্ধার, আটক -১

মাসুম বিল্লাহ,
ডিসেম্বর ২, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়া,
বগুড়ার শেরপুরের হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পাচার কালে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ গত বৃহস্পতিবার মধ্যরাতে মাগুড়ার তাইড় এলাকা থেকে ২৭৯ বস্তা চালসহ গোলাম মোস্তফা নামের একজনকে আটক করেছে। এ ঘটনায় ডিলার শাহ জামাল স্বপনসহ ৫জনের বিরুদ্ধে প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকায় হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল ডিলার রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগিদের মাঝে বিতরণ করে। কিছু সুবিধাভোগীদের মাঝে বিতরণ করার পর ২৭৯ বস্তা চাল মাঝে বিতরন না করে কালোবাজারে বিক্রয় করে। সেখান থেকে গত বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে দুটি ভুটভুটি করে নিয়ে আসার সময় শেরপুর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে মাগুড়ার তাইড় এলাকায় অভিযান চালিয়ে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্ধেশ” লেখা সম্বলিত ২৭৯ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন, এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।