
মোঃ নজরুল ইসলাম – বিশেষ প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থলবন্দরের টিটিআই মাঠ থেকে ভোর আনুমানিক ৪ টা ৩০ মিনিট সময়ে পিসি সাকিবুজ্জামানের নেতৃত্বে, আনসার সদস্য কর্তৃক মোঃ সাজু শেখ (৩৫) ও মোঃ ইছাক আলী (৩২) নামে দুইজন চোর’কে আটক করা হয়। মোঃ সাজু শেখ বেনাপোল পৌরসভাধীন ছোটআঁচড়া এলাকার, কিনু শেখের ছেলে এবং মোঃ ইছাক ভবেরবেড় এলাকার বিল্লাল হোসেনের ছেলে। আটক করে তাদেরকে বেনাপোল স্থলবন্দর ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে, বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক রাশেদুল সজীব ও শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল এর উপস্থিতিতে, পিসি সাকিব ও আনসার সদস্যদের নিয়ে। বেনাপোল পৌরসভাধীন ছোটআঁচড়া এলাকার এক পরিত্যাক্ত ডোবা থেকে ভারত থেকে আমদানিকৃত চট্টগ্রামের শাহ্ সিমেন্ট কারখানার ১৪ টি মূল্যবান বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ (তিন) লক্ষ টাকা। উক্ত বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল ও বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক রাশেদুল সজীব নিশ্চিত করেছেন।