ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩

চালনা চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেটস্কুলে দু’দিনব্যাপী বার্ষিকক্রিড়া ও, সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তী

স্বপন কুমার রায়
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

স্বপন কুমার রায়- খুলনা জেলাপ্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার সেরা কিন্ডার গার্টেন স্কুল চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল এ ২দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৩ এর ১ম দিনের-উদ্বোধনী অনুষ্ঠান এ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান টি উদ্বোধন করেন- দাকোপের জনগণ এর প্রিয় মানুষ, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সাংসদ অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। এ সময় তিনি বলেন খেলাধুলার মাধ্যমেই কোমলমতী শিশুরা মেধার বিকাশ ঘটাবে। শরীর ও মন কে সুস্হ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের ক্রিড়া ও সাংস্কৃতি মুখী করে গড়ে তুলতে হবে। তাহলে শিশুরা এদেশ ও সমাজ গঠনে ভুমিকা রাখবে এবং শারীরিক ভাবে তারা ভালো থাকবে। ঝর্ণা আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন তাই আজকের শিশুদের মাঝে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ইতিহাস তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ থানা পুলিশ এর অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম ভূঁইয়া (শিপন), সাব ইন্সপেক্টর জনাব জুয়েল ইউসুফ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস, রবার্ট হালদার, সাংবাদিক এস, এম মামুনুর রশীদ ও বিপ্লব রায়। দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জোহোরা খাতুন শিশু বিদ্যা নিকেতন স্কুল এর সভাপতি ও পরিচালক মোহাম্মদ তৌফিক আলম, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পল্লব কুমার বিশ্বাস।