ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩

দুপচাঁচিয়া ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে গরম পানি ঢেলে দিয়ে ঝলসে দিয়েছে আব্দুর রহিমের শরীর।

Siam Hossen
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

উপজেলা প্রতিনিধি দুপচাঁচিয়াঃ

দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের মাটাই গ্রামের, মোঃ আব্দুর রহিমের সাথে প্রতিবেশী ফারুকের দীর্ঘদিন যাবত পারিবারিক দ্বন্দ্বের জেরে গত ২৩/০২/২০২৩ ইং সময় আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময়,মোঃ আব্দুর রহিম আলু বিক্রি করে মাটাই বাজারের ওপর দিয়ে বাড়ি যাওয়ার পথে, বাজারে অবস্থিত রাস্তার পার্শ্বেই আব্দুল হামিদের চায়ের দোকানে, পূর্ব পরিকল্পিতভাবে অবস্থান করা অভিযুক্ত ফারুক ও তার পিতা মোফাজ্জল হোসেন সহ ৫-৬ জন মিলে, আব্দুল হামিদের চা তৈরি করা গরম পানি আহত আব্দুর রহিমের গায়ে ঢেলে দিলে, আব্দুর রহিম মাটিতে পড়ে যায়। মাটিতে পরা মাত্রই ফারুক ও তার পিতা সহ সকলে মিলে আব্দুর রহিমকে লাঠি সোটা দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে দোকানের পাশে অবস্থান করা লোকজন দৌড়ে এসে আহত আব্দুর রহিমকে উদ্ধার করে। এবং দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর বলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়। এ বিষয়ে আহত আব্দুর রহিমের স্ত্রী মোছাঃ আঙ্গুরা বিবি থানায় একটি অভিযোগ করেছেন বলে জানা যায়।