ঢাকারবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩

শ্রীবরদীর সিংঙ্গাবরুনায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও বনভোজন অনুষ্ঠিত

এসডি সোহেল রানা
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:৩০ পূর্বাহ্ণ
Link Copied!
                       

এসডি সোহেল রানা- স্টাফ রিপোর্টার,
শেরপুর এর সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার সিংগা বরুনা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন এর উদ্যোগে কর্মী সমাবেশ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে । সকল ভেদাভেদ ভুলে, তৃণমূল পর্যায়ে দল কে সু সংগঠিত করার প্রত্যেয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত, আধুনিক দেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচন এ নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে
২৪ শে ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ১৯৭১ সাল এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঝুলগাও সীমান্ত সড়ক এর সুফল বাগান নার্সারি সংলগ্ন মাঠে এ কর্মী সমাবেশ ও বনভোজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ৩ আসন এর আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসেব এ উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন সালেম।
আমন্ত্রিত অতিথি হিসেব এ উপস্থিত ছিলেন শেরপুর ৩ আসন এর সাবেক জন প্রিয় সংসদ সদস্য মরহুম এমএ বারীর পুএ আলহাজ্ব মোহসিনুল বারী রুমি, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস । এ সময় অন্যানের মধ্যে শেরপুর জেলা কৃষক লীগ এর সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, সিঙ্গাবুরনা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধার রুহুল আমিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার মো নুরল ইসলাম, উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আলম রিপন, সাবেক যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল ইউনিয়ন যুবলীগ আহব্বায়ক মো হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক ববি, বিট পুলিশিং কর্মকর্তা এস আই আখতারুজ্জামান, ইউনিয়ন কৃষক লীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা মো সুরুজামান মেম্বার, শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লালু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতা জাহান আলী, কামরুজ্জামান লিপন সহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার এর সদস্য, আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন এর বিভিন্ন স্তর এর ৬ শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।