ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩

শেরপুরে কাঙ্খিত উন্নয়ন হয়নি, দাবি আ. লীগ নেতার

এসডি সোহেল রানা
অক্টোবর ১৫, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

স্টাফ রিপোর্টারঃ

সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও শেরপুরে কাঙ্খিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। রোববার (১৫ অক্টোবর) বিকেলে শহরের খরমপুর মোড়ে জেলা কৃষক লীগের আয়োজনে আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

ছানুয়ার হোসেন ছানু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও শেরপুর কাঙ্খিত উন্নয়ন হয়নি। তাই আমি আগামীতে দল থেকে নৌকার মনোনয়ন পেলে শেরপুরের অসমাপ্ত উন্নয়নগুলো শেষ করবো। আমাদের জেলায় রেল লাইন নাই, মেডিকেল কলেজ নাই এবং বিশ্ববিদ্যালয় নাই। আমি এমপি হলে এসব কিছুই করা হবে।

তিনি বলেন, আমি গত সংসদ নির্বাচনে আমি এমপি প্রার্থী হয়ে মনোনয়ন না পেলেও দলের ৩টি আসনেই নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী করেছি।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিজুর সঞ্চালনায় সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামাল, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযদ্ধা নূরুল ইসলাম হিরু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌস, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ইয়াকুব প্রমূখ।

বিকেল ৫টায় সমাবেশ শুরু হলেও বিকেল ৪টা থেকে আওয়ামী লীগ, মহিলালীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে সমাবেশে অংশ নেন।