
খানসামা, প্রতিনিধি: খানসামা উপজেলায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সংবিধান দিবস ও ৫২ তম জাতীয় সমবায় দিবস -২০২৩ পালিত হয়েছে।
শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপজেলার ইউএনও মো.তাজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মকলেছুর রহমান প্রমুখ।