নিউজটি দেখেছেন : ৫৯

প্রকৃতির মুগ্ধতা
লেখকঃ- খাদিজা রোজী
প্রকৃতির সৌন্দর্যের যুগ্ধতার চোয়া অন্তরে লাগে যখন,
প্রকৃতির মাঝে হারিয়ে যায় মন তখন ।
শীতের কুয়াশাচন্ন ভোর,
শিশির ভেজা সোনালী সকাল
মানুষের মনকে মুগ্ধ করে তোলে।
শরৎ এর আকাশে যখন ভেসে যায়,
সাদা মেঘের খেয়া।
বাতাশে তখন ভয়ে যায় উদাসী হাওয়া।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজে
ঋতুরাজ বসন্ত –
পাখির কলকাকলী, গাছে গাছে
রঙিন ফুলের সমাহার,
-আকাশে তারার মেলা।
যখনই সন্ধ্যা নাম বাতামের মৃদু হাওয়া
হৃদয়কে করে বিমোহিত।