ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২

রনচন্ডী উওর পাড়া কিলার ক্রিকেট কর্তৃক আয়োজিত ওয়ান নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২২

মোঃ সাহেব আলী
ডিসেম্বর ৮, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃ সাহেব আলী-স্টাফ রিপোর্টার

রনচন্ডী উওর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয় উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আখতারুজ্জামান মুকুল প্রভাষক, পদার্থ বিজ্ঞান মিঠাপুকুর মহাবিদ্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখলেছুর রহমান বিমান চেয়ারম্যান ৭ নং রনচন্ডী ইউনিয়ন পরিষদ প্রধান মেহমান জনাব মোঃ তৈফুর রহমান তাজু চৌধুরী প্রধান শিক্ষক মেলাবার দ্বি মুখী বালিকা উচ্চ বিদ্যালয় বড়ভিটা সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া ইউপি সদস্য ১ নং ওয়ার্ড রনচন্ডী ররেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বাদশা আলমগীর পরিচালক বড়ভিটা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর সকল শিক্ষক বৃন্দ জনাব মোঃ আবু সায়েম জনাব মোঃ তারিকুল ইসলাম রিপন,রুজিদুল, শামসুজ্জামান সুরুজ, জনাব মোঃ মিরাজুল ইসলাম ইমন, শ্রী হরিকিশোর রায় , সৌজন্যে হেল্প ডায়াগনোস্টিক সেন্টার রংপুর সহকারী ম্যানেজার পরিচালক হেল্প ডায়াগনোস্টিক সেন্টার রংপুর সার্বিক সহযোগিতায় , বড়ভিটা রেসিডেন্সিয়াল মডেল স্কুল সহযোগিতায় রনচন্ডী উওর পাড়ার সকল যুবক কমিটি আর ও উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হুদা নাজমুল ফার্মেসী বড়ভিটা বাজার , সাংবাদিক সাহেব আলী সদস্য বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ নীলফামারী। এসময় বক্তারা বলেন সুশিক্ষায় জীবনের মুল ঝরে পড়া বিরাট ভুল মাদক ,জুয়া বাল্য বিবাহ মুক্ত দেশগড়ার আহ্বান জানান।