রংপুর হারাগাছ এলাকায় দুই শতাধিক পরিবার মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হল
রংপুর হারাগাছ এলাকায় দুই শতাধিক পরিবার মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হল!
ইতিমধ্যে আমাদের দাঈদের একটি জরুরি টিম সেখানে পৌছে গিয়েছে। গতকাল রাত পর্যন্ত সর্বশেষ স্থানীয় আলেম ও দাঈদের বরাতে জানতে পেরেছি প্রায় ২ শতাধিক পরিবার মুসলিম থেকে ঈসায়ী ধর্মে রুপান্তরিত হয়েছে! কিন্ত স্থানীয়দের বক্তব্য হচ্ছে এই সংখ্যা সর্বনিম্ন ৪০০ শতাধিক ।
ইনশাআল্লাহ আগামী পরশু আরেকটি জামায়াত সেখানে যাবে ।
ঘটনা- জানা গেছে, সেখানে একজন স্থানীয় মেম্বার খ্রিস্টানদের প্রতিনিধিত্বমূলক নিয়মিত কাজ করছেন। টার্গেট মুসলমানদের খ্রিস্টান বানানোর জন্য। কীভাবে? অত্যন্ত পরিকল্পিতভাবে।
তাদের কার্যক্রমের মূল মাধ্যম হলো দাওয়াত!
পাশাপাশি তাদের দেওয়া শিক্ষা সেবা।
কখনো সেলাই মেশিন প্রশিক্ষণ কখনো বা সাবলম্বী প্রজেক্ট এর মাধ্যমে তারা এলাকার দরিদ্র ও সহজ-সরল পরিবারগুলোকে আকৃষ্ট করছে। প্রতিনিয়ত তারা স্থানীয়ভাবে হালাকা আয়োজন করে এবং সেখানে শিক্ষা দেয়, কীভাবে ‘জান্নাতে যাবার পথ’ খুঁজে পাওয়া যায়। কিতাবুল মুকদ্দাস বাইবেল যেখানে প্রাধান্য পায়!
মাদ্রাসাতুল মদিনা বগুড়ার সাবেক শিক্ষক এবং রংপুরের স্থানীয় হিসেবে জানিয়েছেন চেয়ারম্যান সহ উচ্চপদস্থরা আশ্বস্ত করছে কিভাবে তাদেরকে দ্বীনের দাওয়াতে আবার ফিরিয়ে আনা যায়।
এই চক্র কখনো কোনো শোরগোল তোলে না, আমাদের মতো ঘোষণা দিয়ে আনন্দ প্রকাশ করে না। তারা চুপচাপ, নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। অবশ্যই একদিনেই এই ফলাফল দারায়নি।দীর্ঘমেয়াদি কাজ করেছে, পাহাড়ে জঙ্গলে নিজেদেরকে উজাড় করে দিয়েছে মিশন বাস্তবায়নের জন্য —কিন্তু তাদের কাজের ফলাফল আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। ও করুন পরিস্থিতিতে হৃদয়টা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। চতুর্দিকে পঙ্গপালের মতো ছুটছে শুধুই ফিতনা। আল্লাহ হেফাজত করুন!
আমাদের কী অবস্থা?
আমরা আজকাল তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করছি—মাসলাক, মতবাদ, মুস্তাহাব ইত্যাদি নিয়ে। অন্যদিকে, আমাদের প্রতিপক্ষ মাঠে নেমে পরিকল্পিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তারা বুঝে গেছে, দাওয়াত ও সেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা সম্ভব। আর আমরা? আমরা নিজেদের দ্বীনের দায়িত্ব ভুলে নিজেদের মধ্যেই বিভক্ত হয়ে পড়েছি।
এই বিপদের সময়ে আমাদের করণীয় কী?
১. ঈমানি জাগরণ:
২. সামাজিক সেবা:
৩. দাওয়াতের কাজ:
( দাওয়াতি মেজাজে কাজ শুরু করে দিলে পথই পথ দেখায় আল্লাহ তাআলা নুসরাহ করেন)
শেষ কথা:
হারাগাছার ঘটনাটি আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। এটি শুধু একটি এলাকার সমস্যা নয়—সমগ্র উম্মাহর সমস্যা। আজ আমরা যদি সজাগ না হই, তবে কাল আমাদের সন্তানদের ঈমান কে রক্ষা করবে?
“তোমরা ঈমানদারদের সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন।” (সূরা মুহাম্মদ: ৭) .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *