
জলঢাকায় বসন্তের শুরুতেই স্বর্গীয় সৌন্দর্যে ফুটেছে আগুনরাঙা লাল শিমুল ফুল
মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি নীলফামারীর জলঢাকা সদর উপজেলাসহ গ্রাম-গঞ্জের রাস্তা দিয়ে হাটলে চোখের সামনে ভেসে আসে লাল ফুলের পাপড়ির সৌন্দর্যের এক দৃশ্য। দূর থেকে মনে হবে কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছেন। পুরো গাছটাজুড়ে টকটকে লাল শিমুল ফুল।ষড়ঋতুর বাংলায় শীতের জরাজীর্ণতাকে ঝেড়ে অপরূপ রূপে প্রকৃতিকে সাজাতে আসছে ঋতুরাজ বসন্ত। তারই সংকেত দিতে ফুটেছে আগুনরাঙা লাল শিমুল…