ঢাকাসোমবার , ১৭ জুলাই ২০২৩

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মোঃ কামাল হোসেন খাঁন
জুলাই ১৭, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মেহেরপুর জেলা প্রতিনিধি:

বেসরকারী স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সােমবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গাংনী উপজেলা পরিষদের সামনে উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, গাংনী (বাঁশবাড়ীয়া) টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন,লুৎফুন্নেছা (গােপালনগর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা সৈয়দ জাকির হোসেন, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম। রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চলনায়-অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাঁড়াডােব মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক জাকিয়া আল্পনা,গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রভাষক হাজী শফি কামাল পলাশ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য দীর্ঘ বছরের দাবি করে আসছে। সেই সাথে পর্যাপ্ত বেতন-ভাতা না পেয়ে মানববেতর জীবন-যাপন করছে। সরকারের কাছে জাের দাবি এসব প্রতিষ্ঠানগুলাে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ না করলে,আগামীতে কঠাের আন্দােলন করা হবে।
এদিকে শিক্ষকরা মানববন্ধন শেষে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘােষণা দেন।