ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩

দীঘিনালায় পানিবন্ধী মানুষের মাঝে খাগড়াছড়ি জেলা পুলিশের খাদ্য সামগ্রী প্রদান

মো: আরিফুল ইসলাম
আগস্ট ১১, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!
   
                       

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে পানিবন্ধীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে ।  খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারি বৃষ্টিপাতের কারণে মেরুং ইউপির একাধিক এলাকা ও মানুষের ঘরবাড়ি প্লাবিত হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে শতাধিক পরিবার। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের আশ্রিত বন্যার্ত মানুষের মাঝে এ-সব খাদ্য সামগ্রী বিতরণ করেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।  এসময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, বন্যার্ত এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়ন এবং দূর্যোগপূর্ণ পরিস্থিতে খাগড়াছড়ি জেলা পুলিশ কর্তৃক মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ পুলিশ দেশের সকল দুর্যোগ দুর্বিপাকে সবার আগে জনগণের পাশে থাকে বলেও মন্তব্য করেন তিনি।বন্যার্তদের মাঝে মানবিক সহায়তায় খাদ্য সামগ্রী হিসেবে দেয়া হয় চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মুড়ি, চিড়া, গুড়, ওরস্যালাইন ও লবণ ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সার্কেল) তফিকুল আলম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী,ডিআইও ওয়ান আনোয়ার হোসেন, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী সহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এসময় দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, পুলিশ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে সবসময় মানুষের পাশে রয়েছেন ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।