মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় আলহাজ্ব মোবারক হোসেন অনিবার্ণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের মূল গেট ও শহীদ মিনারের উদ্বোধন করেছেন সংসদ সদস্য মেজর (অবঃ)রানা মোহাম্মদ সোহেল। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি আমজাত হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু, ব্যাবসায়ি আলা চৌধুরী, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিসুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী প্রমূখ জাপা নেতা আব্দুল্লা হেল বাকী । অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন সিনিয়র শিক্ষক মোঃ আবদুল্লাহ।
এর আগে বিদ্যালয় চত্বরে লাল কাপড় টেনে মূল গেটের ও শহীদ মিনারের ফলক উম্মোচন করে শুভ উদ্বোধন করেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল।