নীলফামারী প্রতিনিধি
রাসেল ভাইপার আতঙ্কে এবার সাপের বংশ ধ্বংসের অভিযানে দেশজুড়ে মাঠে নেমেছে বাংলার মানুষ। প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় কোথাও না কোথাও ধরপাকড় এবং মেরে ফেলা হচ্ছে রাসেল ভাইপার সহ সবধরণের সাপকে। সোমবার (২৪ জুন) সকালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আলসিয়া পাড়া বাধের পাড় নামক এলাকায় একটি বিষধর রাসেল ভাইপার সহ তার ২৯টি বাচ্চা এলাকা বাসির চোখে পড়লে সবকটিকে পিটিয়ে মেরে ফেলেন সেখানকার মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সবখানে এই সাপের নাম শুনে আসছি কিন্তু আমরা খুব ভয়ের মধ্যে ছিলাম। কারণ আমরা নদী এলাকায় বসবাস করি। আজ সকালে বাধের পাশে এ সাপকে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়।