জবি প্রতিনিধি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটেল নিক্ষেপ, পুলিশের ফাঁকাগুলি ও টিয়ারশাল নিক্ষেপ, শিক্ষার্থী পুলিশ সহ অন্তত দশ জন আহত। আহত শিক্ষার্থীদের মেডিকেল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলনের জন্য বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে মহাসড়কের দিকে রওনা দেয় আন্দোলনকারীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামনেই লালমাই উদ্ভিদ উদ্যান এর কাছে পুলিশের বাধার মুখে পড়ে তারা। এ সময় প্রায় আধাঘন্টা তারা রাস্তার উপর অবস্থান করে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে তারা মহাসড়কের দিকে যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
প্রায় এক ঘণ্টা ব্যাপি ধাওয়া-পাল্টা ধাওয়ায় ও শিক্ষার্থীদের মধ্যে অন্তত দশ জন আহত হয়েছে। আহত বেশ কয়েকজন শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে বিকাল সোয়া চারটার দিকে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করেই মহাসড়কের দিকে রওনা হয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে ও বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।