বেলাল হোসেন
নিজস্ব প্রতিবেদক :
নাটোরে রবিবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতা-কর্মীরা জেলা ও উপজেলা পরিষদ,পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাদের ঢুকতে বাধা প্রদান করেন। এসময় জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফয়সাল আলম আবুল, পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর সদরুল ইসলাম ডাম্বেল,সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাসিম খান, সাজ্জাদ হোসেন সোহাগ, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ভোটার বিহীন স্থানীয় সরকার নির্বাচনে জেলা পরিষদ, উপজেলা পরিষদ , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়র কমিশনার মেম্বাররা বিপ্লব ঘটিয়ে পরিষদে বসার চেষ্টা করছে। যে বিজয় হয়েছে ছাত্র -জনতার সেই বিজয়ে কোন ভোটার বিহীন জনপ্রতিনিধি চেয়ারে বসতে পারবে না।