মোঃ আনোয়ার হোসেন
ডিমলা, নীলফামারী।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দর খাতা গ্রামের মুশিয়ার রহমানের দুই পুত্র মোস্তাকিন ও ফিরোজুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় রিকশাচালানোর জন্য যায়। গত ১৯ জুলাই যাত্রাবাড়ী চৌরাস্তায় রিকশা চালানোর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিবর্ষণে বুকে গুলিবিদ্ধ হয়ে ডিমলার রিকশাচালক রাস্তায় লুটিয়ে পড়লে সাথে থাকা মোস্তাকিনের ভাই ফিরোজুল ইসলাম সে মোস্তাকিন ইসলামকে প্রথমে ঢাকার মুগদা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মোস্তাকিনে বুক থেকে ভয়ে গুলি বাহির করে দিতে অস্বীকৃতি জানান। মোস্তাকিনকে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও হাসপাতাল কর্তৃপক্ষ মোস্তাকিনের বুক থেকে গুলি বাহির করে দিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে গোপনে মোস্তাকিনকে একটি ক্লিনিকে নিয়ে গুলি বাহির করে নেয়। বর্তমানে মোস্তাকিন ডিমলায় তার গ্রামের বাড়িতে অবস্থান করছে। আর্থিক অনটনের কারণে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে।গুলিবিদ্ধ মোস্তাকিন বাঁচার আকুতি জানিয়ে বাংলাদেশ সরকারের নিকট সহ রাজনৈতিক দলে নিকট চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে।