উজ্জ্বল কুমার সরকার

নওগাঁঃ

নওগাঁয় নিখোঁজের এক সপ্তাহ পর পুকুরের পানি থেকে সেলিম হোসেন (২২) নামের চার্জার ব্যাটারী চালিত অটো রিকশা চালকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার জোয়ানপুর বিহার নামক এলাকায় মহাদেবপুর টু মাতাজিহাট পাকা সড়কের পাশের একটি পুকুরের পানি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক সেলিম হোসেন মহাদেবপুর উপজেলার আলী দেওয়ানা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, মহাদেবপুর টু মাতাজি আঞ্চলিক পাকা সড়ক দিয়ে চলাচলকারী লোকজন পঁচা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে এক পর্যায়ে সড়কের পাশের একটি পুকুরের পানিতে পানার ভেতর অর্ধগলিত ভাসমান একটি মৃতদেহ দেখতে পান। দুর্গন্ধ ছড়ানোয় বেশ কয়েক দিন আগে সেলিমকে হত্যার পর সেখানে তার মৃতদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারনা করেন লোকজন তবে মৃতদেহটি পুকুরের পানিতে উপুড় হওয়া অবস্থায় থাকায় তাৎক্ষনিকভাবে তার নাম-পরিচয় সনাক্ত করা না গেলেও খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছার পর পুকুরের পানি থেকে মৃতদেহটি উদ্ধারের পরই তার নাম-পরিচয় সনাক্ত করা হয়। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, গত ৮ ডিসেম্বর নিহত সেলিম হোসেনের পরিবার থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সেই ডায়েরি মতে গত ৫ ডিসেম্বর সেলিম হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর আর সে বাড়িতে ফিরেনি। তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সন্ধ্যার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *