মোঃ কামাল হোসেন প্রধান

জেলা প্রতিনিধি নরসিংদী ঃ

নরসিংদীর শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর দিকনির্দেশনায় শিবপুর থানা, চক্রধা ইউনিয়ন এর পূর্ব পাড়ায় ভিআইপি ও ভদ্র বেশে মাদক বিক্রেতা মোসাম্মৎ জেসমিন আক্তার কে তার নিজ বাড়ি থেকে ১৫০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হন শিবপুর মডেল থানার পুলিশ। জানা যায় মোসাম্মৎ জেসমিন আক্তার এর স্বামীর নাম মোঃ কাউসার মিয়া সাং ইটাখোলা মুন্সিফেচর( কায়স্থ পাড়ায়) থানা ঃ শিবপুর (পূর্বের ঠিকানা ) । বর্তমানে তার স্থায়ী ঠিকানা ঃ শিবপুর থানার , চক্রধা ইউনিয়ন এর চক্রধা গ্রামে এখানে সে দীর্ঘ দিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে ভিআইপি ও ভদ্র বেশে মাদক বিক্রি করে আসছে। এ খবর শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন জানতে পেরে তাৎক্ষণিক,শিবপুর মডেল থানার চৌকস টিমকে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন । পুলিশ অভিযান পরিচালনা করতে গিয়ে ভিআইপি ও ভদ্র মহিলা মোসাম্মৎ জেসমিন আক্তার কে ১৫০ পিস ইয়াবা সহ চক্রধা গ্রামের স্থায়ী ঠিকানা তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হন। এ ব্যাপারে শিবপুর মডেল থানায় মামলা রুজু করা হয়। মামলার নাম্বার ১৬(১২)২৪ ইং ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) এর ১০ক /৪১ । শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, শিবপুর মডেল থানার দায়িত্বে আমি যতদিন থাকবো ততদিন মাদক, ইয়াবা বিক্রেতা, ডাকাতি, কিশোর গ্যাং, ছিনতাই ও অন্যান্য অপরাধীরা আমার থানা এরিয়া ছাড়তে হবে, কোন অবস্থাতেই অপরাধ করে আমার শিবপুর মডেল থানার এরিয়ায় বসবাস করতে পারবে না। অপরাধীদের পক্ষের কোন তদবির সুপারিশ চলবে না, হয়তো আমি থাকবো নতুবা অপরাধীরা থাকবে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *