স্বপন কুমার রায়

খুলনা জেলা প্রতিনিধি

খুলনার দাকোপের বাজুয়া সর্বজনীন আনন্দ মেলার মাঠে ৫ দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, জননেতা আমির এজাজ খান সাবেক আহবায়ক খুলনা জেলা বিএনপি ও খুলনা -১ আসনের ধানের শীষের কান্ডারী।

,২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টার দিকে প্রথমে লাউডোব বাদাম তলায় বড়দিন উৎসব যোগ দেন এবং কেক কেটে উদ্বোধন ঘোষণা করেন,এরপর তিনি বাজুয়া সর্বজনীন আনন্দ মেলায় প্রধান অতিথি বক্তব্য দেন ও খৃষ্টান ধর্মালম্বীরা মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,দাকোপ উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুল মান্নান খান,যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার,কামরুল শেখ,আব্দুল রহিম, সেকেন্দার আলী শেখ,মনিরুল ইসলাম খান,হালিম হাওলাদার, রাজু হাওলাদার,হাফিজুর শেখ,আমিনুল ইসলাম বুলবুল,জুলফিকার সরদার,কাঞ্চন শেখ,আলামীন হোসেন রিংকু,আমিনুল ইসলাম রনি,পাপ্পু সাহা,প্রসেনজিৎ রায়,দুলাল তালুকদার,পারুল বেগম,আব্দুল মান্নান শেখ, আবু খায়ের শেখ,জয় বিশ্বাস, মজিদ শেখ,সাব্বির আহন্মেদ,ইন্দ্র মন্ডলসহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *